ভারতের ইতিহাসে নদনদীর প্রভাব, সমুদ্রের প্রভাব এবং বিন্ধ্য পর্বতের প্রভাব (impact of River, Ocean and Vindya Hill in the History of India) ।

source: adobe stock



 ভারতের ইতিহাসে বিন্ধ্য পর্বতের প্রভাব  (impact of Vindya  Hill  in the History of India) :

           বিন্ধ্য পর্বতের জন্যই বৈদিক - সংস্কৃতির(culture) বিস্তারের যুগেও দাক্ষিণাত্যের দ্রাবিড় সংস্কৃতি তার নিজস্ব আঙ্গিকে বিকশিত হওয়ার সুযােগ পেয়েছে ।বিন্ধ্য পর্বতের(Vindya  Hill ) জন্যই দক্ষিণ ভারতকে উত্তর ভারতের মতাে বার বার বিদেশি আক্রমণে বিধ্বস্ত হতে হয়নি— যার ফলে দক্ষিণ ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাবসাবাণিজ্য তার নিজস্ব গতিতে বাধাহীনভাবে প্রসার লাভ করার সুযােগ পেয়েছে ।


 

 ভারতের ইতিহাসে নদনদীর প্রভাব (impact of River in the History of India):

            প্রধানত সিন্ধু ও গঙ্গাকে(GANGA- SINDHU) কেন্দ্র করে প্রাচীন ভারতে যে নদীকেন্দ্রিক সভ্যতার সূচনা ও বিকাশ ঘটে , তার ধারা আধুনিক যুগের সূচনাকাল পর্যন্ত বজায় ছিল । শুধু তাই নয় , ভারতের উর্বর নদী - উপত্যকা অঞ্চলগুলি অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়ায় সুপ্রাচীন কাল থেকেই ভারতের জনগণ সাহিত্য , সংস্কৃতি ও দর্শনে মনােনিবেশ করার সুযােগ পাওয়ার পাশাপাশি এক ' অতি উন্নত সভ্যতা গড়ে তােলার উপযুক্ত রসদও পেয়েছে । 




সমুদ্রের প্রভাব(impact of Ocean in the History of India)

            :ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত থাকায় একদিকে যেমন জলপথে বহিঃশত্রুর আক্রমণের সম্ভাবনা কমেছে , অন্যদিকে সুপ্রাচীনকাল থেকেই ভারতবাসীদের পক্ষে সমুদ্রপথে বাণিজ্য ও উপনিবেশ স্থাপন করা সহজতর হয়ে উঠেছে — যার ফলশ্রুতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ( যেমন সুমাত্রা , বণিও , জাভা , সিংহল প্রভৃতি অঞলে ) ভারতীয় উপনিবেশ স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এইসব অঞলে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি ছড়িয়ে পড়েছে । 

             পরবর্তীকালে ভারতবর্ষের জংঘা  স্পর্শ করা এই সমুদ্রপথেই ইউরােপীয় জাতিগুলি ভারতে এসে তাদের উপনিবেশ গড়ে তােলে — যার অনিবার্য পরিণতি স্বরূপ ভারতের শাসনভারও যায় ইউরােপীয়দের হাতে — অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক পালাবদল ঘটে ।



Post a Comment

0 Comments