মহাবীর কে ছিলেন ?

source : adobe stock

     

 জৈনধর্মের ২৪ তম শেষ তীর্থংকর ছিলেন মহাবীর । পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মের কিছু সংস্কার করে এই ধর্মকে তিনি সর্বসাধারণের মধ্যে প্রচার করার মাধ্যমে জৈন ধর্মকে একটি প্রভাবশালী ধর্মে পরিণত করেন । পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম আদর্শের সঙ্গে মহাবীর আরও একটি আদর্শ যােগ করেন এবং তা হল সূচিতা  বা ব্ৰত্মচর্য । ৩০ বছর বয়সে  সংসার ত্যাগ করে দীর্ঘ ১২ বছর কঠোর সাধনার পর তিনি কৈবল্য বা সিদ্ধিলাভ করেন এবং জিন বা জিতেন্দ্রিয় নামে পরিচিত হন । 

       আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বে বিহারের মজঃফরপুর জেলায় মহাবীরের জন্ম হয় । ছােটো বেলায় তাঁর নাম ছিল বর্ধমান । কৈবল্য বা পরম জ্ঞানলাভের মাধ্যমে তিনি সুখ - দুঃখ ও পঞ্চ রিপুকে জয় ৬ করেছিলেন বলে তাঁকে মহাবীর বলা হয় এবং জিন থেকে তাঁর মহাবীর অনুগামী এবং শিষ্যরা জৈন নামে পরিচিত হন । এর পর ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে ৭২ বছর বয়সে রাজগীরের নিকটবর্তী পাবা নামক স্থানে তিনি অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেন । 

        খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে পাটলিপুত্রে আহ্বান করা জৈনদের এক সভায় মহাবীরের উপদেশগুলি বারােটি অঙ্গে বা খণ্ডে সংকলিত করা হয় , যা দ্বাদশ অঙ্গ’নামে খ্যাত । দ্বাদশ অঙ্গ’'প্রাকৃত ভাষায় লেখা ।

Post a Comment

0 Comments